শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

বাকেরগঞ্জে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে জামায়াতের আর্থিক সহায়তা  

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

বাকেরগঞ্জে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে জামায়াতের আর্থিক সহায়তা  

বরিশালের বাকেরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) উপজেলা অডিটরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন বাবর, আলহাজ শামীম সিদ্দিকী, সহকার সেক্রেটারী জেনারেল অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব নাছির হাওলাদার, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়া প্রমুখ।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাকেরগঞ্জ উপজেলার নিহত ৬টি শহীদ পরিবারের মধ্যে নগদ দুই লাথ টাকা করে ১২ লাখ টাকা প্রদান করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতরা হলেন, উপজেলার কবাই ইউনিয়নের দক্ষিণ কবাই গ্রামের ইউসুফ আলী সিকদারের পুত্র মো. সুমন শিকদার, পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের আ. লতিফ ফরাজীর পুত্র মো. রবিউল ফরাজি, চরাদি ইউনিয়নের বলইকাঠী গ্রামের মো. সেলিম সিকদারের পুত্র মো. শাওন শিকদার, দুধল ইউনিয়নের মৃত তাহের আলী আকনের পুত্র মো. আব্দুল ওয়াদুদ আকন, গোমা দুধল গ্রামের মো. খলিলুর রহমানের পুত্র আরিফুর রহমান রাসেল, পূর্ব সুন্দরকাঠী গ্রামের মো. মিরন হাওলাদারের পুত্র মো. সাজিদ হাওলাদার।

টিএইচ